Daily

বি পি এন ডেস্কঃ ভোটারদের হতে হবে স্টিল ম্যানের মত শক্তপোক্ত। কেননা শক্তপোক্ত ভোটারই তৈরি করে শক্তপোক্ত গণতন্ত্রের ভিত। আর গণতন্ত্র শক্তপোক্ত হলে আখেরে লাভ হয় আমজনতার। সেই আমজনতাকে ভোটের মুখে সচেতন করতে পথে নামল পথনাটিকার মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বুথে যেতে অনীহা ভোটারদের বুথমুখী করতেই এই উদ্যোগ। জানিয়েছেন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক শুভেন্দু বসু। লোকে পুতুল দিয়ে পুতুল নাচ দেখেছে। কিন্তু এই পথনাটিকায় মানুষই পুতুলের মত অভিনয় করে তুলে ধরলেন নির্বাচনের গুরুত্ব। বুধবার বিকেলে আসানসোলের রবীন্দ্র ভবনের পাশে আয়োজিত হল এই পথনাটিকা। অনুষ্ঠানে জেলার ম্যাসকট হিসেবে উপস্থিত ছিল স্টিল ম্যান। এছাড়াও প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম মানুষেরাও যাতে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত না হন সেক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে পোস্টাল ব্যালটের। পোলিং অফিসারেরা সেই যন্ত্র নিয়ে নির্বাচনের দিন উপস্থিত হবেন তাঁদের বাড়িতে। একইভাবে তরুণ প্রজন্মকেও উৎসাহিত করতে নেওয়া হয়েছে টেকনোলজির সাহায্য।
নির্বাচনী আধিকারিক শুভেন্দু বসুর বক্তব্য অনুযায়ী, আসানসোলে অন্যান্য জেলার থেকে ভোট অনেক বেশি পড়ে। কিন্তু কখনই সেটা ১০০% হয় না। রাজ্যের শাসনভার তুলে দেবার জন্য প্রত্যেকটি মানুষের ভোটদান তার গণতান্ত্রিক অধিকার। তাই, সাধারণ মানুষকে ভোটদানের জন্য উৎসাহিত করতে এবং ১০০% ভোট পড়ার লক্ষ্যমাত্রা নিয়েই এই অভিনব উপায় গ্রহণ করা হল।।
পশ্চিম বর্ধমান থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ