Prime
Daily
অসমে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ
By Business Prime News | July 7, 2021
Daily
কেঁপে উঠল অসম। আর সেই প্রভাব পড়ল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি না থাকায় ক্ষয়ক্ষতির প্রভাব তেমন একটা হয়নি।
বুধবার সকাল পৌনে নটা নাগাদ ভূমিকম্প হয় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায়। তবে জানা গিয়েছে, অসমের গোয়ালপাড়া হচ্ছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সকাল পৌনে নটা নাগাদ মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.২। যা তীব্রতার বিচারে মাঝারি মাপের। তবে আতঙ্ক ছড়াতে শুরু করতেই বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। যদিও স্থানীয়দের মধ্যে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
ব্যুরো রিপোর্ট