Daily

উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে নীল গ্রহ। যত দিন যাচ্ছে ততই উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। একই সাথে ঔজ্জ্বল্য হারাচ্ছে সৌরজগতের এই গ্রহ। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের জেরে গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়ছে। আর তাপমাত্রা বাড়ছে পৃথিবীর।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্র বলছে, আগের বছরগুলোর তুলনায় পৃথিবীর ঔজ্জ্বল্য ০.৫ শতাংশ কমেছে। অর্থাৎ আগের চেয়ে অনেক কম পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে পৃথিবী। যা কিনা সাধারণ নিয়মের চেয়ে অনেকটাই কম। প্রকৃতপক্ষে, সূর্যালোকের ৩০ শতাংশ প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেয় পৃথিবী। কিন্তু এভাবে এত কম প্রতিফলনের কারণটা কি?
আসলে পৃথিবীর ঔজ্জ্বল্য ধরা পড়ে চাঁদ দেখে। চাঁদকে পৃথিবী কতটা আলোকিত করছে বা করছে না করছে তার উপর। বিগত ২০ বছরে মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে, মহাসাগরগুলির উপরের মেঘ উজ্জ্বলতা হারিয়েছে। আর ঠিক সেই কারণেই আগের চেয়ে কম সূর্যালোক প্রতিফলিত করছে পৃথিবী। বিজ্ঞানীরা অন্তত এমনটাই মনে করছেন।
ব্যুরো রিপোর্ট