Daily

পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই মাসে রাজ্য প্রতি দ্বিগুণ অর্থবরাদ্দ কেন্দ্রের। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তাই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এবার সেই আর্থিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে দেশীয় বৃদ্ধিকে দুই সংখ্যায় নিয়ে যেতে তৎপর কেন্দ্র। তাই রাজ্যগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
প্রতিমাসেই, করের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিটি রাজ্যকে পাঠায় কেন্দ্র। এই মাসে অর্থাৎ নভেম্বরে সেই অর্থই দ্বিগুণ পরিমাণ করে রাজ্যগুলিকে পাঠাবে কেন্দ্র। সেই অতিরিক্ত টাকা রাজ্যগুলি কাজে লাগাবে পরিকাঠামো উন্নয়ন খাতে। নভেম্বর মাসের ২২ তারিখ নাগাদ সেই দ্বিগুণ পরিমান বরাদ্দ করা অর্থ পৌঁছে যাবে রাজ্যের কোষাগারে। জানালেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, গত সোমবার করোনা পরবর্তী পরিস্থিতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নিয়ে রাজ্যগুলির সাথে বৈঠকে বসেন নির্মলা সিতারামণ। সেখানে বসেই তিনি বলেন, যে অর্থনীতির চাকা আর্থিক বৃদ্ধির দিকেই ঘুরছে। এখন সেই আর্থিক বৃদ্ধির পরিস্থিতি ধরে রাখতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, সে বিষয়েই আলোচনা করেন তিনি।
ব্যুরো রিপোর্ট