Story
না পেট্রোল না ডিজেল। কৃষিজমিতে এবার ট্র্যাক্টর চলবে ব্যাটারিতে-লিথিয়াম আয়ন ব্যাটারিতে। যেভাবে জ্বালানির দাম বাড়ছে, তাতে চাষের খরচ জুগিয়ে সামান্য কিছু টাকা ঘরে আনছিলেন বাংলার প্রত্যন্ত কৃষকেরা। গ্রাম-বাংলার সেই প্রত্যন্ত কৃষকদের কথা মাথায় রেখেই এবার যুগান্তকারী ব্যাটারিচালিত ট্র্যাক্টর নিয়ে এলেন দুর্গাপুরের একদল বিজ্ঞানী।
দুর্গাপুরের সেন্ট্রাল মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা এই নতুন বিদ্যুৎচালিত যান তৈরি করেন। যা এক চার্জেই চলবে ৪ ঘণ্টা। এর লিথিয়াম আয়ন ব্যাটারির আয়ু প্রায় ৫ বছরের কাছাকাছি। দামও রাখা হয়েছে কৃষকদের পকেটের কথা চিন্তা করেই। পাশপাশি যখন ট্রাক্টরটি কৃষিকাজ বা পরিবহনে ব্যবহার করা হবে না, তখন ট্রাক্টরের ব্যাটারি জেনারেটর রূপে ব্যবহার করা যেতে পারে। পরিবেশের দিক থেকে দেখতে গেলেও এটা কিন্তু বেশ সুবিধাজনক এবং ইকো- ফ্রেন্ডলি।
বাইটঃ নরেশচন্দ্র মু্র্মু, ডিরেক্টর, সিএমইআরআই (১.৩২-২.০০)
আজও গ্রাম বাংলা কৃষির উপর নির্ভরশীল। দেশের ৭০ শতাংশ মানুষের কর্মসংস্থান গড়ে ওঠে এই কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে। তাই যেকোনো কিছুর আগে কৃষকদের স্বার্থে কিছু করাটা প্রয়োজন। আকাশছোঁয়া জ্বালানির মূল্যবৃদ্ধির বাজারে অল্প মূল্যে এই ট্রাক্টরের ব্যবহারে যথেষ্টই উপকৃত হবে কৃষকরা। এমনটাই দাবি বিজ্ঞানীদের। আগামী দিনের জন্যেও রয়েছে আরও অনেক পরিকল্পনা।
বাইটঃ নরেশচন্দ্র মু্র্মু, ডিরেক্টর, সিএমইআরআই (০.৩০-১.১৮)
ভারতে তৈরি বিশ্বের জন্য- এটাই লক্ষ্য। সিএমআরআই-এর বিজ্ঞানীরাও এটাই চান।
পিটিসি
(০.০৭-০.২৫)/(০.৪৫-০.৫৭)
কাঞ্চন দাস
দুর্গাপুর