Daily

এ হলো প্রযুক্তির যুগ। সকালে থেকে রাত, প্রযুক্তি আমাদের হাত ধরে থাকে সবসময়। আর এই প্রযুক্তিবিদ্যায় বরাবরই এগিয়ে থাকে সূর্যোদয়ের দেশ। প্রযুক্তির হাত ধরেই জাপানের গবেষকরা তৈরি করলো ইলেক্ট্রনিক স্কিন বা ই-স্কিন।
শরীরের সব খবরই চিকিৎসকদের দেবে এই ই -স্কিন। তাও আবার দূর থেকেই। অত্যন্ত হালকা এই ই-স্কিন ওয়াটার স্প্রে ব্যবহার করে বুকের কাছে লাগিয়ে রাখতে হবে। যার ফলে আপনার শরীরের হৃৎস্পন্দন, ডায়াবেটিসসহ নানা তথ্য দূরে বসেই পর্যবেক্ষণ করতে পারবেন চিকিৎসকেরা। ই-স্কিন এক সপ্তাহের বেশি সময় ধরে পরিধান করা যাবে।
ই-স্কিন তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ নমনীয় উপাদান পলিভিনাইল অ্যালকোহল, যাতে স্বর্ণের একটি স্তর থাকে। এটি মূলত একটি পরিধানযোগ্য সেন্সর যা হৃৎস্পন্দন ও মাংসপেশি নড়াচড়ার বৈদ্যুতিক সংকেত ধরতে পারে। একটি ছোট তারহীন ট্রান্সমিটার বুকের কাছে বাঁধা থাকে, যা হৃৎস্পন্দনের তথ্য কাছের স্মার্টফোন বা ল্যাপটপে পাঠায়।
টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক টাকাও সমেয়া-র এই আবিষ্কার গোটা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আনতে চলেছে তা বলাই বাহুল্য।
ব্যুরো রিপোর্ট