Market
উৎসবের মরশুমে বিক্রি অনেকটাই বাড়বে বলে মনে করছে দেশের সবচেয়ে বড় দুই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন। স্মার্টফোন, টেলিভিশন, ল্যাপটপের মত বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যের বিক্রি একধাক্কায় বাড়তে পারে ৩০-৪০%। আর সেই কথা মাথায় রেখেই বিভিন্ন বিক্রেতারা ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলির কাছ থেকে অনেক বেশি পরিমাণে পণ্য মজুত করছে।
মনে করা হচ্ছে, যে সংস্থাগুলি বর্তমানে বাজার দখলে এগিয়ে আছে তাদের বিক্রি এই উৎসবের মরশুমে অনেকটাই বেড়ে যেতে পারে। অ্যাপল, স্যামসাং, এলজি, গোদরেজ, শাওমি, রিয়ালমির মত সংস্থাগুলি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মাধ্যমে আরও প্রচুর গ্রাহক তৈরি করবে। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক ইতিমধ্যেই গোটা দেশজুড়ে আগাম অশনি সংকেতের বার্তা বহন করলেও অনলাইনে পণ্য কেনার হিড়িক কমবে তো নাই, বরং আরও অনেকটা বাড়বে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, অতিমারি পরিস্থিতি এমনিতেই ক্রেতাদের অনলাইন কেনাকাটায় অভ্যস্ত করে তুলেছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হলেও অ্যামাজন বা ফ্লিপকার্টে তার কোন প্রভাব পড়বে না। তার উপর শুরু হবে উৎসবের মরশুম। ফলে আরও বেশি চাঙ্গা থাকবে এই দুই ই-কমার্স সংস্থা।
ব্যুরো রিপোর্ট