Market

নগদ অর্থের ঝক্কি পোয়ানোর দিন শেষ। এসে গেল ই-রুপি। যা এই দেশের সর্বপ্রথম ডিজিটাল মুদ্রা হিসেবেই আত্মপ্রকাশ করল। এর মাধ্যমে গ্রাহক এবং পরিষেবা প্রদায়ীর মধ্যে মধ্যস্থতা কেউ করবে না। অর্থাৎ তৃতীয় ব্যক্তির উপস্থিতির প্রয়োজন ফুরোল। এখন সরাসরি গ্রাহক এবং পরিষেবা প্রদায়ী- এই দুজনের মধ্যে নগদ ছাড়াই আর্থিক লেনদেন সম্ভব হবে।
এই ই-রুপি তৈরির কারিগর হল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এদেরই ইউপিআই প্ল্যাটফর্মটি অর্থ মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের সাহায্যে ভারতীয় অর্থনীতিতে এক নয়া দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ই-রুপি নয়া দিশা দেখাবে দেশবাসীকে। এছাড়াও বেসরকারি প্ল্যাটফর্মের জন্যও ব্যবহার করা যাবে এই ই-রুপি।
এটি একটি প্রিপেড সিস্টেমের মত কাজ করবে অর্থাৎ গ্রাহক আগে থেকে টাকা দিয়েই ই-ভাউচার কিনে রাখতে পারবেন। তবে ই-ভাউচারটি একবারই ব্যবহার করা সম্ভব হবে। যা গ্রাহক এবং বিক্রেতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ব্যুরো রিপোর্ট