Market
করোনা ঝড়ে একেবারে বিধ্বস্ত জনজীবন। আক্রান্তের সংখ্যা যত ঊর্ধ্বমুখী হচ্ছে ততই জনজীবনে নামছে আতঙ্ক। আর সেই কারণে মানুষের মধ্যে চাহিদা বেড়েছে অনলাইন মেডিকেল সংস্থাগুলির। যেখানে প্রতিদিন অক্সিমিটার, অক্সিজেন ক্যান, পিপিই কিট, মাস্কের মত ভাইরাস ঠেকানোর চিকিৎসা পণ্যের চাহিদা উত্তরোত্তর বেড়েছে। অন্যদিকে বেড়েছে জিঙ্কোভিট, লিমসির মত হেলথ সাপ্লিমেন্ট সহ সাধারণ জ্বর-জ্বালার ওষুধের চাহিদাও
সম্প্রতি দেশের অন্যতম অনলাইন ওষুধ বিপণন সংস্থা ওয়ান এমজি জানিয়েছে করোনার সামান্য উপসর্গ দেখা দিলে যেসকল ওষুধের প্রয়োজন পড়ে সেই সকল ওষুধের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ গুণ। এপ্রিলেই মানুষের মধ্যে এত বিপুল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিলেই চিকিৎসা পণ্যের চাহিদাও স্বাভাবিকের থেকে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ওষুধের যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ই-ফার্মেসি সংস্থাগুলিকে। ওষুধের যোগান বাড়লে বিক্রিও হবে তেমনি আকাশছোঁয়া।
কোন কোন জায়গায় বেড়েছে চাহিদা? জানা গিয়েছে দেশের যে সকল শহরগুলিতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি, আংশিক লকডাউন বা স্থানীয় লকডাউন এর কারণে সাধারণ মানুষেরা বেশি করে আতঙ্কিত হয়ে পড়েছেন, সেখানে দোকানে গিয়ে কিনে আনার মধ্যে সংক্রমিত হবার আতঙ্ক কাজ করছে। আর এই কারণে মানুষ দোকানে গিয়ে কিনে আনার চেয়েও ভরসা রাখছেন অনলাইনের উপরেই।
ব্যুরো রিপোর্ট