Prime
Daily
রাজ্যে চালু হতে চলেছে ই-পেনশন পরিষেবা
By sanchitabpn21 | September 15, 2021
Daily
রাজ্যে চালু হতে চলেছে ই-পেনশন পরিষেবা। সূত্রের খবর, রাজ্যের ১১৮টি পৌরসভায় শীঘ্রই চালু হতে চলেছে এই পরিষেবা। এই প্রকল্প চালু হলে একদিকে কাজে গতিও আসবে, আর অন্যদিকে পিএফ কর্মীদের সময়ও বাঁচবে।
অবসরের পর পেনশনের ফাইল নিয়ে ঘুরতে হয় এঘর থেকে ওঘর, এই টেবিল থেকে ওই টেবিল। সরকারি কাজ উদ্ধার করতে পেনশনভোগীদের জুতোর তোলা ক্ষয়ে যাওয়ার দিন এবার শেষ। ই-পেশন পরিষেবা চালু হয়ে গেলে ঘরে বসেই গ্রাহকরা অনলাইনে পেশন সংক্রান্ত ফাইলের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
এবার থেকে অবসর গ্রহণের এক বছর আগে থেকেই পেনশন সংক্রান্ত ফাইল জমা দিতে পারবেন কর্মচারীরা। আজ থেকেই রাজ্যে চালু হতে চলেছে এই পরিষেবা।
ব্যুরো রিপোর্ট