Daily

সময়সীমা বৃদ্ধি করা হল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ই-কেওয়াইসি প্রক্রিয়ার। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, ৩১ আগস্ট ২০২২ এর মধ্যে সম্পূর্ণ করতে হবে এই প্রক্রিয়া। তা না হলে পাওয়া যাবে না কিষান সন্মান যোজনার সুবিধা।
পিএম কিষাণ পোর্টালে গিয়ে ওটিপি ভিত্তিক ভাবে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার হলে আপনাকে যেতে হবে নিকটবর্তী সিএসসি সেন্টারে।
কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন, রইলো বিস্তারিত:
প্রথমে নিজের ক্রোম ব্রাউসার ওপেন করে সেখান থেকে pmkisan.nic.in এর ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর ‘eKYC’-র নিচে ‘Farmers Corner’ সেকশনে ক্লিক করতে হবে। এবার ‘OTP Based eKYC’ সেকশনের নিচে নিজের আধার নম্বর দিন ও সার্চ করুন। এরপর নিজের আধার লিঙ্কড মোবাইল নম্বর দিয়ে ‘Get OTP’-তে ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটিকে দাখিল করুন। এখানেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে। সহায়তার জন্য 011-24300606,155261 নম্বরে ফোন করতে পারেন।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ