Trending
মাত্র ১০ টাকায় ৫০ কিমি। মানে ১ টাকায় ৫ কিমি। অসম্ভব নয়, সম্ভব। আর এই সম্ভবটা করে দেখিয়েছেন এক বৃদ্ধ। নাম সুধীরভাই ভাভে। তাঁর বয়স ৭৫ বছর। বড়োদা শহরের ফতেহগঞ্জ এলাকায় তিনি থাকেন। তিনি একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এই সুধীরবাবুই তৈরি করে ফেলেছেন একটি চেইনবিহীন ইলেকট্রিক সাইকেল। এই সাইকেলটি আবার প্যাডেল দিয়েও চালানো সম্ভব। সাইকেলের পিছনে রয়েছে একটা স্টোরেজ ইউনিট, সামনে রয়েছে একটা ডিসপ্লে।
২০১৬ সাল থেকেই বিভিন্ন ধরণের সাইকেল তৈরি করছেন তিনি। এই সাইকেলটি তৈরি করতে সময় লাগে ২ মাস মত। সাইকেল তৈরিতে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। জানুয়ারি থেকে তিনি এই সাইকেল চালাচ্ছেন। আর ইতিমধ্যেই ২ হাজার কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়েছেন। সাইকেল সবসময়ই ইকোনমি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটি যান। তাই সাইকেলকে কিভাবে আরও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি করা যায় সেদিকেই নজর দিয়েছেন সুধীরভাই ভাভে। কী বলছেন তিনি শুনে নিন।
বর্তমানে তিনি প্রবীণদের জন্য একটি অটোমেটিক ব্যালেন্সড সাইকেলের মডেল তৈরি করছেন। যাতে প্রবীণরা সহজে সেই সাইকেল নিয়ে যাতায়াত করতে পারেন। পকেটে টান যেন বেশি না পড়ে। তবে হ্যাঁ, এই সাইকেলটি তিনি এখন পার্সোনাল ইউজের জন্য তৈরি করেছেন। কিন্তু ইঞ্জিনিয়ার দাদুর এই প্রচেষ্টাকে কুর্নিশ না জানালে হয় বলুন!! দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ