Market
সুখবর ই-কমার্স ক্রেতাদের জন্য। কারণ মোবাইল, জামা-কাপড় এবং মুদিখানায় পাওয়া যায় এমন বিভিন্ন পণ্যের ওপর বড়সড় ছাড় দিতে চলেছে ই-কমার্স সাইটগুলি এবং এই পুরো ছাড়টাই দেওয়া হবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কারণ, ই-কমার্স সাইটগুলির লক্ষ্য উৎসব যা ছাড় দেবার পরপরই চলে আসবে তারিখ মিলিয়ে। সূত্রের খবর, এর ফলে যে ব্যপক চাহিদা তৈরি হবে সেক্ষেত্রেও জোগানে কোন ঘাটতি তৈরি হবেনা গত বছরের মত। কারণ গত বছরে করোনার জন্য গোটা দেশ লকডাউনে চলে যাওয়ায় উৎপাদনে ব্যপক ঘাটতি তৈরি হয়েছিল। এবারে সেই সম্ভাবনা নেই।
অ্যামাজন, ফ্লিপকার্ট, গ্রোফার্স এবং জিওমার্ট ইতিমধ্যেই বিভিন্ন পণ্যের ওপর ব্যপকহারে ছাড় দেওয়া শুরু করে দিয়েছে। ডাল, বিস্কুট, আটা, সফ্ট ড্রিংকস, স্ন্যাকস, ঘি, ফ্লোর ক্লিনার, সাবানের মত বেশ কয়েকটি পণ্যে দেওয়া হয়েছে ৬০% পর্যন্ত ছাড়। ফ্লিপকার্ট তো গ্রাহকদের চাহিদা আরও বাড়িয়ে তোলার জন্য বেশ কিছু পণ্য এক টাকায় বিক্রি করাও শুরু করে দেয়। যার ভিত্তিতে তাদের ইমেল মারফৎ প্রশ্ন করা হলেও ই-কমার্স সংস্থাগুলি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে।
এদিকে গতবছর থেকেই মোবাইল ফোনের চাহিদা ব্যপকহারে বাড়তে শুরু করে। বাড়িতে বসে কাজ এবং পড়াশুনো করার জন্য গতবছর সেই চাহিদা এতটাই বেড়েছিল যে দেশে ই-কমার্সে মোট বিক্রির ৪৫% এসেছিল মোবাইল বিক্রি করেই। এই বছর সেই একই চাহিদা না থাকলেও কম কিছু নেই। আর যে কারণে মোবাইল সংস্থাগুলি একটু বেশি ছাড় দিয়ে বিক্রি করতে চাইছে তাদের ফোন। এর অবশ্য অন্যতম কারণ হল, মোবাইল সংস্থাগুলি ফেস্টিভ্যাল আসার আগেই তাদের নতুন মডেল লঞ্চ করতে চায়।
একই অবস্থা এসির ক্ষেত্রেও। বিভিন্ন সংস্থাগুলি চাইছে গত বছর গ্রীষ্মের মত এবারেও যেন এসি বিক্রিতে কোন ঘাটতি না আসে। তবে মনে করা হচ্ছে, টিভিতে হয়ত এতটা ছাড় নাও দেওয়া হতে পারে। তার অন্যতম প্রধান কারণ টিভির দাম অনেকটাই বেড়েছে। তাই এত ছাড়ে বিক্রি করা সংস্থাগুলির পক্ষে সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট