Trending

কতটা পথ চললে পরে পথিক হওয়া যায়। মাপ এখনো আসেনি আমাদের সামনে। কিলোমিটারটাও কেউ বলে যাননি। তবে কতটা পথ চললে পরে পৃথিবীর শেষ রাস্তায় পৌঁছনো যায়। সেটা প্রকাশ্যে আসল সম্প্রতি।
ভাবছেন তো এ কেমন কথা? না। মোটেই না। এটাই বরং এখন ঠিক কথা। আপনার ভিতর যদি সাহস, শক্তি এবং বুকের পাটা থাকে। সঙ্গে প্রয়োজনীয় অনুমতিপত্র। তাহলে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন পৃথিবীর শেষ রাস্তায়। অন্তত শেষ রাস্তায় দাঁড়িয়ে বাঙালি হলে মুখ থেকে বেরিয়ে আসবে তার আর পর নেই, নেই কোন থিকানা।
হ্যাঁ। অবিশ্বাস্য হলেও সত্যি। ইউরোপের নরওয়েতে ই-৬৯ হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা। এরপর আর কোন পথ নেই। রয়েছে শুধুই পথের বাঁকে বাঁকে জীবনে বাঁচবার প্রতিকূলতা। তাই শক্তি, সাহস, অদম্য জোর থাকলে আপনিও পৌঁছে যেতে পারবেন তার আর পর নেই এর রাস্তায়।
ব্যুরো রিপোর্ট