Daily
অঙ্কিত মুখার্জী ও ঋতিঙ্কর বসুর , কলকাতাঃ মজবুত ভারতে অর্থনীতিকে মজবুত করতে যে কয়েকটি ক্ষেত্র বিশেষ ভূমিকা পালন করে থাকে তাদের মধ্যে ইস্পাত শিল্প হল অন্যতম। এগিয়ে চলা ভারতীয় অর্থনীতিতে পরিকাঠামোগত মানোন্নয়নে এই ক্ষেত্রের অবদানকে বিশেষভাবে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা। ভারতের মত জনবহুল দেশে নির্মাণ শিল্প যখন ইউএস ডলারের বিচারে ২.৮ বিলিয়ন,
ঠিক তখনই ২০১৮-১৯ এর আর্থিক সমীক্ষায় ধরা পড়ল ইস্পাত শিল্পে বিশেষত টি এম টি বারের স্বপ্নের উড়ান। অর্থমন্ত্রকের এই সমীক্ষায় দাবি করা হয়েছে এ বছরই এই শিল্প পৌঁছবে ১২৮.৬ মিলিয়ন টনে।
এই যেখানে বাস্তব চিত্র সেখানে এই শিল্পের অগ্রগতির ছবিটাই ধরা পড়ল ডায়াট্রন কোম্পানির বার্ষিক সভায়। গতকাল কলকাতার এক পাঁচতারা হোটেলে কোম্পানির বার্ষিক সভায় ধরা পড়ল পূর্ব ভারতের দ্রুততম বেড়ে চলা কোম্পানির সাফল্যের খতিয়ান।
শুধু কোম্পানির কর্ণধারের কথাতেই নয় কোম্পানির সাফল্য ধরা পড়ল বিভিন্ন জেলা থেকে এই কোম্পানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের গলাতেও
তবে বাংলার কোম্পানি হিসেবে কোম্পানির কর্ণধার এগিয়ে চলার পাশাপাশি বাংলার জন্যও রাখলেন উন্নয়নের বার্তা
আর্থিক বিকাশের কোর সেক্টর হল এই ইস্পাত শিল্প। দেশে যখন পরিকাঠামো ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তখন ধরে নেওয়া হবে দেশ উন্নয়নের দিশায় এগোবে। দেশের অগ্রগতির ইনডেক্স নির্ভর করে কোর সেক্টরগুলির ওপর। যেমন সিমেন্ট, ইস্পাত। এই ক্ষেত্রগুলিতে বৃদ্ধি আসলে বৃদ্ধির ছোঁয়া পড়বে সমাজের সর্বস্তরে।