Trending

সঙ্কট তখনই বাড়ে যখন দুয়ারে বন্যা এসে উপস্থিত হয়। অতিভারি বৃষ্টির কারণে গত সপ্তাহেই দামোদরের জলস্তর বাড়তে থাকতে। ডিভিসি জল ছাড়ে। যা বহু গ্রামবাসীর জীবনে শনি হয়ে দাঁড়ায়। অবশেষে খানিক আশার আলো দেখালো দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন এবং পাঞ্চেতের ড্যাম থেকে বন্ধ হলো জল ছাড়া। শুধু নিয়মমাফিক যেটুকু জল ছাড়া প্রয়োজন সেটুকুই ছাড়া হবে।
শুক্রবারে মাইথনে জল ছিল ৪৯০ ফুট এবং পাঞ্চেতে ৪২৩ ফুট। যেহেতু এই মুহূর্তে বর্ষাও মুখ ফিরিয়েছে। তাই নিশ্চিন্ত হওয়া গেছে আপাতত। যদিও আতঙ্ক এখনও যায়নি। কারণ বৃষ্টি যদি আবার গত সপ্তাহের মত ফিরে আসে, তাহলে বন্যা হবার যথেষ্ট সম্ভাবনা। তখন দামোদর সংলগ্ন বহু গ্রাম ভেসে যেতে পারে।
ব্যুরো রিপোর্ট