Daily

জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ। ডুবতে পারে বর্ধমান, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চল। গত কয়েকদিনের লাগাতার প্রবল বর্ষণে ইতিমধ্যেই জলের তলায়, বর্ধমান, আসানসোল, হুগলি জেলার বেশ কয়েকটি গ্রাম। মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ালো দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া প্রায় ৭২ কিউসেক জল।
রাজ্য জুড়ে প্রবল বর্ষণে নদীতে বেড়েছে জল। ফলে বন্ধ হয়ে গিয়েছে একাধিক সড়কপথ। কার্যত বিপর্যস্ত জনজীবন। প্রবল বৃষ্টিতে ডুবেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড। গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চাপ বাড়ে দুর্গাপুর ব্যারেজের উপর। এদিকে দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা কম হওয়ায় কিছুটা বাধ্য হয়েই জল ছাড়া হয়েছে। একইভাবে জল বেড়েছে মাইথন, পাঞ্চেতেও।
দুর্গাপুর ব্যারেজের জল ছাড়ার কারণে জলের তলায় চলে গিয়েছে আসানসোলের ঘাঁঘর বুড়ি মন্দির। ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি। আসানসোলের গ্রামীণ এলাকায় জল ঢোকার ফলে মাটির বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক শিশুর। র্যাপিড গতিতে জল ঢুকছে বর্ধমানে। ডোবার আশঙ্কা রয়েছে হাওড়ার বেশ কিছু গ্রামীণ অঞ্চল। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।
ব্যুরো রিপোর্ট