Daily

দুবাই। আরব সাগরের তীরে অবস্থিত বিশ্বের অন্যতম উন্নয়নশীল শহর। বুর্জ খলিফা থেকে শুরু করে ঝাঁ চকচকে শপিং মল, হাউজিং কমপ্লেক্স, হসপিটাল, অফিস কি নেই সেই শহরে। এবার সেই দুবাই আমিরশাহীর মুকুটে বসলো নয়া পালক। বিশ্বের প্রথম পেপারলেস প্রশাসন হিসেবে পরিচিতি পেলো দুবাই আমিরশাহী।
সেই ২০১৮ সাল থেকে শুরু হয় উদ্যোগ প্রক্রিয়া। এরপর পাঁচটি ধাপে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে গত শনিবার আরব আমিরশাহীর অন্যতম শহর দুবাই আমিরশাহীকে বিশ্বের প্রথম পেপারলেস সরকার হিসাবে ঘোষণা করল স্থানীয় প্রশাসন। অর্থাৎ, এবার থেকে কোনও সরকারি কর্মী বা উপভোক্তাকে কোনও রকম নথির প্রিন্ট বা কিছুই বহন করতে হবে না। কোনওরকম কাগজপত্র ছাড়াই যাবতীয় সব কাজ হবে আরব সাগরের পাড়ের এই শহরে।
এই উদ্যোগের ফলে বছরে ৩৩৬০ লক্ষ কাগজ নষ্ট বন্ধ হবে। প্রাথমিকভাবে ৪৫টি সরকারি ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে। কমপক্ষে ১৮০০-র বেশি ডিজিটাল পরিষেবা এবং ১০ হাজারের বেশি লেনদেন এই ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব হবে। ২০১৮ থেকে শুরু করে গত চার সেদেশের প্রায় ৯ টি কোম্পানি সম্পূর্ণভাবে ডিজিটালাইজড হয়ে গিয়েছে। দুবাই এর অভিনব সাফল্যে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
ব্যুরো রিপোর্ট