Daily

জল্পনার অবসান, পিছোচ্ছে না দুয়ারে রেশন প্রকল্পের কাজ। সাফ জানিয়ে দিলো খাদ্য দপ্তর। দুয়ারে রেশন প্রকল্পের কাজ অক্টোবরের যাইগায় পিছিয়ে নভেম্বর করার দাবি জানিয়েছিল রেশন ডিলাররা। এবার রেশন ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলো স্বাস্থ্য দপ্তর।
অক্টোবর হলো উৎসবের মাস। যেখানে মেরেকেটে ১৯ দিন থাকে কাজের জন্য। আর এই ১৯ দিনে এত বড় প্রজেক্টের কাজ সুষ্ঠুভাবে শুরু করা কার্যত অসম্ভব। আর এই মর্মেই প্রজেক্টের কাজ এক মাস পিছনোর আবেদন নিয়ে খাদ্য মন্ত্রী রথীন ঘোষের কাছে। এখন সেই চিঠিতেই কার্যত দাঁড়ি টেনে দিয়েছে খাদ্য দপ্তর।
প্রসঙ্গত, রাজ্যের এই পাইলট প্রজেক্টেরকাজ শুরু হয় সেপ্টেম্বরের ১৫তারিখ। আর একটা কোনো বত প্রজেক্ট শুরু হয়ে গেলে তা কোনোভাবেই স্থগিত করে দেওয়া যায়না। উৎসবের দিনে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও একমাস ধরে প্রকল্প বন্ধ করতে একেবারেই নারাজ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
ব্যুরো রিপোর্ট