Market
ওষুধের চাহিদা ক্রমশই বৃদ্ধি পাবার কারণে ভারতের স্পেশ্যাল ইকোনমিক জোনের রপ্তানি বাণিজ্য বাড়লো অনেকটাই। জানা গিয়েছে, এই অর্থবর্ষে ব্যবসাবৃদ্ধি হয়েছে ৪১.৫ শতাংশ। অঙ্কের হিসেবে রপ্তানির মূল্য পৌঁছে গিয়েছে ২.১৫ লক্ষ কোটি টাকায়।
সূত্রের খবর, অতিমারি এবং লকডাউনের কারণে দেশের এই স্পেশ্যাল ইকোনমিক জোনের রপ্তানি ব্যবসা একধাক্কায় নেমে আসে অনেকটাই। কিন্তু দেখা যাচ্ছে, এপ্রিল-জুন মাসের মধ্যে এই সকল এলাকা থেকে ওষুধের ব্যবসা একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় আবার ছন্দে ফিরেছে রপ্তানি বাণিজ্য। বিশ্ব বাজারে ওষুধের চাহিদা এতটাই আকাশ ছুঁয়ে ফেলে যে সেইসময় রপ্তানি করেই বড় অঙ্কের টাকা লাভ করা সম্ভব হয়েছে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে যেখানে রপ্তানির মোট মূল্য ছিল ৭.৯৭ লক্ষ কোটি টাকা , সেখানে ২০২০-২১ অর্থবর্ষে এই ব্যবসার অঙ্ক কমে দাঁড়ায় ৭.৬ লক্ষ কোটি টাকায়। এরপরেই আশঙ্কা জমা হচ্ছিল স্পেশ্যাল ইকোনমিক জোনের ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু এই যাত্রায় জ্বালানী হিসেবে কাজ করলো ওষুধ শিল্প। এছাড়াও জুয়েলারি, দামি পাথর এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পণ্যও এই রপ্তানি বৃদ্ধিতে অনেকটা সাহায্য করেছে।
ব্যুরো রিপোর্ট