Daily
দীর্ঘ দেড় বছরের বিরতি। স্কুল, কলেজ ছন্দে ফিরতেই মাথা চাড়া দিয়ে উঠছে ক্লাশ ছুটদের সংখ্যাও। তা কলেজ কিংবা স্কুল যাই হোক না কেন, ক্লাসছুটদের অনুপস্থিতি বেশ ভাবিয়ে তুলছে রাজ্যের শিক্ষা দফতরকে।
পড়ুয়াদের আবার স্কুল, কলেজমুখী করতে কী কী উদ্যোগ নেওয়া যায় সেটাই এখন ভাবনার বিষয় শিক্ষা দফতরের। তবে করোনাজনিত দীর্ঘ লকডাউনে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ায় বাধ্য হয়েই সংসারের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন পড়ুয়াদের একাংশ। জানা গিয়েছে, পড়ুয়াদের এখন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। যদি কাজ ছেড়ে দেওয়া হয় তাহলে সংসারে হাঁড়ি চড়বে না। দাড়ি টানতে হবে স্কুল, কলেজের পড়াশুনোয়। উভয় সংকটের মধ্যে পড়ুয়াদের এই অংশকে উদ্ধার করে আবারো ক্লাসমুখী করার ছবিটা ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রসংসদের পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। যেসকল পড়ুয়ারা কলেজে আসছেন না, তাঁদের পড়াশুনোর জগতে আবারো ফিরিয়ে আনার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি প্রয়োজনে পড়ুয়াদের বাড়ি যাওয়া হবে বলেও জানালেন তিনি।
কলেজ পড়ুয়াদের করোনা সচেতনতার জন্য যেমন প্রবেশের মুখেই দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার তেমনি গোলাপ, চকোলেট দিয়ে পড়াশুনোয় উৎসাহ দেওয়া হচ্ছে। যে বয়সে পড়াশুনো করার সময় সেই বয়সেই কাজের খোঁজে নেমে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর