Daily
এ যেন এক অবাক কীর্তি। বয়স তার মেরেকেটে ১০ এর কোঠায়। অথচ এতটুকু বয়সেই নিজের ইচ্ছেপূরণের এমন তাগিদা, যে এই বয়সেই আস্ত এক ড্রোন তৈরি করে সকলকে অবাক করে দিল পঞ্চম শ্রেণীর ছাত্র সুতীর্থ ঘোষ।
ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলের ছাত্র, সুতীর্থ ঘোষ। ছোটবেলা থেকেই ড্রোন দেখতে ভালোবাসে এই খুদে। আর তারপর থেকেই ড্রোন তৈরি করার সদিচ্ছা তৈরি হয় তার মধ্যে। ব্যাস! সেই থেকে শুরু। এরপর শুরু হয় ইউটিউব তোলপাড়। চলে যার পর নাই চেষ্টা। ইন্টারনেটের মাধ্যমে ড্রোন তৈরির পদ্ধতি জেনে এবং খুঁটিনাটি যন্ত্রপাতি একত্রিত করে শুরু হয় ছোট্ট সুতীর্থর ড্রোন তৈরির জার্নি। সেনাবাহিনী থেকে পুলিশ বা অন্যান্য অনেক ক্ষেত্রে আজকাল ড্রোন ব্যবহার ঠিক কতটা ইম্পরট্যান্ট, সেটা সে জানে। তাই নিজের হাতে একটা ড্রোন তৈরি করতে পেরে খুশি সুতীর্থ।
ছোটবেলা থেকেই বড় ছেলে সুতীর্থর ড্রোন টেকনোলজির প্রতি উৎসাহ লক্ষ্য করেছেন মা অনিন্দিতা রায় ঘোষ। তাই ছেলের এমন অবাক কীর্তিতে খুশি , মা অনিন্দিতা রায় ঘোষ এবং বাবা সঞ্জয় ঘোষ। তিনি আরও জানান যে, সম্প্রতি সুতীর্থর স্কুলে একটি ড্রোন রবোটিক ল্যাব তৈরি হচ্ছে, সেখানে সে প্রতিনিধিত্ব করতে চলেছে।
এতটুকু বয়সে সুতীর্থর এমন কীর্তিতে খুশি আত্মীয় পরিজন থেকে এলাকার আরও অনেকেই। আগামী দিনে যাতে সুতীর্থ এই ড্রোন টেকনোলজি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়ে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সে বিষয়ে সমস্ত সহায়তা করবেন বলে জানালেন তার মা-বাবা।
কাঞ্চন দাস