Trending
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রার্থীকে আরটিও-তে যাওয়ার প্রয়োজন নেই। সরকার স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকেই পাওয়া যাবে লাইসেন্স। এই নয়া নিয়ম কার্যকর করছে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স। তার জন্য আর আরটিও অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না।
সরকার দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র বা রাজ্যের পরিবহন বিভাগ থাকবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলির নজরদারিতে। ড্রাইভিং লাইসেন্সের জন্য ইচ্ছুক প্রার্থীদের নাম নথিভুক্ত করাতে হবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে। তারপর চালু হবে প্রশিক্ষণ। আর প্রশিক্ষণ শেষ হলে কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাবে একটি সার্টিফিকেট। তারপরেই আবেদন জানানো যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। জানা গিয়েছে, সংস্থাগুলি লাইট মোটর ভেহিকল এবং হেভি মোটর ভেহিকলের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। কিন্তু এখানেও আশঙ্কার মেঘ দেখছে বেশ কয়েকটি রাজ্যের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি। মনে করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার এই ব্যবস্থার বেসরকারিকরণ করা হতে পারে।