Jobs

আপনার স্বপ্নের চাকরি এখন হাতের নাগালে। চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ১২ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার ট্রেনি, রিসার্চ ট্রেনি, মেকানিক পদে চাকরির সুযোগ রইল আপনার সামনে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কি করতে হবে আবেদন করতে গেলে? আবেদন করা যাবে অনলাইনেই। ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত আবেদন পত্র পেয়ে যাবেন। আগামী ২ জানুয়ারি এবং ৩ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তবে যে সকল প্রার্থীরা আগেই আবেদন করেছিলেন, নতুন করে তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। চাকরি সংক্রান্ত একটি লিখিত পরীক্ষা হবে বেঙ্গালুরুতে। আর তার ফলাফলের ভিত্তিতেই বাছাই করে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
আবেদনকারীরা অবশ্যই আবেদনের সময় হাতের কাছে তাদের স্ক্যান করা সাম্প্রতিক ছবি, শিক্ষাগত/প্রযুক্তিগত যোগ্যতার শংসাপত্র, ডিগ্রি শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, আবেদনপত্রে ঘোষিত অভিজ্ঞতার শংসাপত্র ইত্যাদি রাখবেন। এবং অবশ্যই নিজের সিভিটি জুড়ে দেবেন। প্রতিটি ফাইল কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করতে হবে।
ব্যুরো রিপোর্ট