Jobs

জুনিয়র রিসার্চ ফেলো(১২) এবং রিসার্চ অ্যাসোসিয়েট (১) পদে আবেদনের সুযোগ নিয়ে এলো ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি ও ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ৩০ শে নভেম্বর অবধি। আবেদন করা যাবে অনলাইনে। বিশদে জানতে হলে ভিজিট করতে হবে drdo.gov.in এই ওয়েবসাইটে। জুনিয়র রিসার্চ ফেলো পদে বেতন দেওয়া হবে মাসিক ৩১ হাজার টাকা, রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রার্থী মাসিক ৫৪ হাজার টাকা পাবেন, বলে জানিয়েছে তারা।
নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। এবং বাছাই করা প্রার্থীদের অনলাইন ইন্টারভিউতে ডাকা হবে। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বা তারিখ সংক্রান্ত কোনো পরিবর্তন আসলে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
ব্যুরো রিপোর্ট