Daily
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর তছনছ হতে বসেছে আমজনতার জীবন। ভ্যাকসিন থেকে অক্সিজেন- সবই যেন আকাল এই চরম সময়ে। ঠিক তখনই স্বস্তি দিতে নতুন ওষুধ নিয়ে এলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ড: রেড্ডির সঙ্গে যৌথ উদ্যোগে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ওষুধের নাম দেওয়া হয়েছে টু ডিজি বা টু ডি-অক্সি ডি গ্লুকোজ। যা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই।
জানা গিয়েছে গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ২২০ জন রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়। দেখা গিয়েছে, এই ওষুধ অক্সিজেন সরবারাহে কার্যকরী কারণ এই ওষুধ দেবার পর রোগীকে অক্সিজেন তো দিতে হয়ই নি পাশাপাশি করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। ৬৫ ঊর্ধ্ব রোগীদের জন্যও এই ওষুধ বেশ কার্যকরী।
পাউডারের মতো এই ওষুধ জলে গুলে খাওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত দাম চূড়ান্ত করা হয়নি। তবে মনে করা হচ্ছে প্রতি প্যাকেটের দাম হতে পারে ৫০০-৬০০ টাকার মত।
ব্যুরো রিপোর্ট