Market

সাধারণের উদ্বেগ বাড়িয়ে ফের রেপো রেট বাড়াল আরবিআই। মে, জুনের পর এবার অগাস্টেও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল শীর্ষ ব্যাঙ্ক। আর এর ফলে আরবিআই-এর রেপো রেট ৪.৯০ শতাংশ থেকে বেড়ে পৌঁছল ৫.৪০ শতাংশে। মুদ্রাস্ফীতি আর মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশকে বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন, আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। নতুন এই রেপো রেট আজ থেকেই কার্যকর হবে বলে জানা গিয়েছে।
করোনা পরিস্থিতিতে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। আর এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড় করাতে একটানা ১১ মাস অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট। এমনকি ২০২০ সালের মার্চ মাসে রেপো রেট কমানো হয়েছিল ১১৫ বেসিস পয়েন্ট। কিন্তু পরিস্থিতি কোনভাবেই সামলানো যায়নি। তাই অবশেষে মনিটরি পলিসির বৈঠকে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছয় আরবিআই।
নতুন ধার্য করা রেপো রেটের কারণে চাপ বাড়বে সাধারণ মানুষের পকেটে। বাড়বে EMI। কারণ রেপো রেট বৃদ্ধির ফলে গাড়ি থেকে বাড়ি, সবধরণের ঋণের সুদ আরও বাড়বে। এখানেই শেষ নয়। চলতি অর্থবর্ষে বাড়তে পারে জিডিপি প্রবৃদ্ধির হার। পৌঁছে যেতে পারে ৭.২ শতাংশে। এমনই পূর্বাভাস দিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। আর যার জেরে দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ