Trending

সুইগি অ্যাপ ব্যাবহার করেন? জানেন খাবার ডেলিভারির অ্যাপ সুইগিতে এসেছে এক নতুন আপডেট। খাবার অর্ডারের পর তার অবস্থান দেখা যায় মানচিত্রে। আমরা যারা এই অ্যাপটি ব্যাবহার করি তারা অবশ্যই লক্ষ্য করেছি, এতদিন সেখানে এক বাইকারের আইকন থাকতো ডেলিভারি বয়ের অবস্থান বোঝাতে। তবে সম্প্রতি এক আপডেটের পর সেই বাইকারের আইকনের যায়গায় দেখা মিলছে ড্রাগন আইকনের। এখন এই আপডেটে আসা ড্রাগন আইকনকে ভিত্তি করে অনেকেই আবার পরোক্ষভাবে চিনা যোগ আছে বলে মনে করছে।
সেরকমটা মোটেও না! সুইগির এই ড্রাগনের আইকনের সঙ্গে কোনও চিনা যোগ নেই। বরং জনপ্রিয় এক টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর অনুকরণে এই ড্রাগনের আইকন আমদানি করা হয়েছে সুইগি অ্যাপে।
উল্লেখ্য, ডিজনি+হটস্টারে ২৩ আগস্ট লঞ্চ হয়েছে ‘গেম অফ থ্রোনস’-এর স্পিন অফ শো ‘হাউজ অফ ড্রাগন’। এই আবহে ডিজনি হটস্টারের সঙ্গে একযোগে এই শো-এর প্রচারে ড্রাগনের আইকন প্রকাশ করেছে সুইগি অ্যাপ। এই বিষয়ে একটি টুইটও করে সুইগি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ।