Daily

বৌবাজার মেট্রোর ‘ধস’ রহস্যের সমাধান,শিক্ষারত্ন পেলেন প্রধান শিক্ষক। নাম? আমাদের সকলের অতি পরিচিত একজন। মহেশতলা গণিপুর শীতলাতলা হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সুজীব কর। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত তারা সুজীব বাবুর নামের সাথে বেশ পরিচিত। পরিবেশ সংক্রান্ত যেকোনো বিষয় যেমন আবহাওয়া বা জলবায়ুর চরিত্রগত পরিবর্তণ অথবা হঠাৎ বৃষ্টি কিংবা ভূমিকম্প- এ সব কিছুরই একটা সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি কলকাতার এক চরম সমস্যার মুশকিল আসান করেও দেখিয়েছেন তিনি। কি সমস্যা জানেন? বৌবাজার মেট্রোর ধস। তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল উঁচু-নিচু কলকাতার ঐতিহ্যশালী বাড়িগুলো। কারণ! মেট্রোর সুড়ঙ্গ কাটা চলছিল। কলকাতার তাবড় তাবড় ইঞ্জিনিয়ার যে রহস্যের উদঘাটন করতে পারেননি, সুজীব বাবু তা পেরেছেন। তাই তো মেট্রোর কর্মরত ইঞ্জিনিয়াররা ছুটেছেন তাঁর কাছে। যদি কোনো উপায় বাতলে দিতে পারেন তিনি। যেমনি যাওয়া তেমনি কাজ। স্কুলে বসেই সমস্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সমাধান – দুইই করলেন তিনি।
আসলে কলকাতা শহরের বুকে এই ধস নামার কারণ জানতে আগেই গবেষণা করেছিলেন তিনি। বৌবাজার এলাকায় মাটির নিচে জলস্তর বা অ্যাকুইফায়ার রয়েছে। যেকারণে রাস্তার মাটির নিচের মাটি নরম এবং সহনশীলতা কম। তাই মুহূর্তেই ধস নামে সেখানে। এর কারণে প্রকল্পের কি ক্ষতি হতে পারে, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। এমনকি সমস্যা এড়িয়ে প্রকল্পের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার একটা ব্লুপ্রিন্টও দিয়েছেন ইঞ্জিনিয়ারদের। এরপরই সমস্যা উধাও। এগিয়ে চলেছে মেট্রোর কাজ।
শুধু কি তাই? সমাজের উপকার করার পাশাপাশি ঢেলে সাজিয়েছেন নিজের স্কুলের পরিকাঠামো। নিজে হাতে গড়েছেন বহু ছাত্রদের। যদিও এই এত কিছুর পরও সুজীব বাবু একইরকম উদাসীন এবং নিরুত্তর। ‘ শিক্ষকের কাজ আগামী প্রজন্মকে গঠন করা, আমি তাই করেছি’ – শুধু এটুকু বলেই চুপ থেকেছেন তিনি। সুজীব বাবু! আপনাকে কুর্নিশ। গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, সমাজের রত্ন সুজীব বাবুকে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করা হয়।
ব্যুরো রিপোর্ট