Daily

শুরুটা হয়েছিল করোনার সময়। কিন্তু শেষটা এখনো হয়নি। কবে হবে তা তিনি নিজেও জানেন না। জানে না, দু’বছর ধরে মিশন মিল্ক প্রোজেক্ট নিয়ে মানুষের পাশে থাকা হৃদয়পুরের স্বেচ্ছাসেবী সংগঠন নব সোপানও। এভাবেই পথশিশু, অনাথ ও দুঃস্থদের মাঝে চিকিৎসার পাশাপাশি লাগাতার তাঁদের মুখে খাদ্য জোগানের ব্যবস্থা করেছেন রাজ্যের এই বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিবর্তন সাহা। যোগ্য সঙ্গত দিয়েছে হৃদয়পুর নব সোপান, সাংবাদিক অভ্রনীল মুখার্জী, সাংবাদিক সোহম সেনগুপ্তর মত হাজারো সমাজ সচেতন মানুষ।
নিজের ছেলে সারদ্বত’র পাঁচ বছরের জন্মদিনে ইটভাটার শিশুদের মধ্যে কেক কেটে উদযাপন করলেন এই চিকিৎসক। ব্যবস্থা করলেন তাঁদের দুপুরের খাবারের।
একইসঙ্গে সাংবাদিক, সমাজসেবী সহ সবাইকে এক ছাতার তলায় এনে কাজ করছেন নব সোপানের কর্ণধার সৌভিক ভট্টাচার্য। সকলের মাঝেই রয়েছে নিজের আনন্দ।
গত দু’বছর ধরে করোনায় যখন মানুষ ছিল ঘরবন্দি, তখন একেবারে রাজপথ থেকে গলিপথ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের জিবন ঝুঁকি নিয়ে কাজ করে নজির গড়েছেন রাজ্যের এই বিশিষ্ট চিকিৎসক বিবর্তন সাহা।
অঙ্কিত মুখার্জী
বারাসাত