Daily

লাগাতার নিম্নমুখী সোনার দাম। বিক্রির আশায় ব্যবসায়িরা। এমসিএক্স সূচকে বেশ কয়েকদিন ধরেই সস্তায় যাচ্ছে সোনার বাজারমূল্য। সপ্তাহের শুরুতে প্রতি দশ গ্রাম সোনার দাম ৪৭৫৮৪ টাকা থাকলেও, সপ্তাহের শেষদিকে সোনার দাম নামে ৪৫,৯৫২ টাকায়, অন্যদিকে রূপোর দামও ৮৩০ টাকা কমে হয়েছে প্রতি কেজি ৬২,৭১৫ টাকা।
সপ্তাহান্তে গনেশ পুজো দিয়ে শুরু হল বাঙালির পুজো মরশুম। ব্যবসায়িরা বলছেন, সোনা সবচেয়ে বেশি বিক্রি হয় এইসময়। আর এই সময়ই সোনার দামের পতন বিক্রির বাজারে বাড়তি ভরসা যোগাচ্ছে কলকাতার বউবাজারের সোনা ব্যবসায়িদের মনে। মহারাষ্ট্রে গনেশ পুজোর চল বহু পুরনো। আর সেই উপলক্ষে বিক্রি হয় প্রচুর সোনা। তবে বিগত কয়েক বছর ধরে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় বেড়েছে গনেশ পুজোর চল। কাজেই সোনা বিক্রি বাড়বে বলেই আশা রাখছেন ব্যবসায়িরা।
শুধুমাত্র কলকাতা আর মহারাষ্ট্রই নয়। মধ্যপ্রদেশ, বিহার সহ দেশের বেশির ভাগ রাজ্যের ছবিটাই একই ছবি তুলে ধরছে আম-জনতার সামনে। প্রায় সব রাজ্যেই সোনার দাম ঢুকেছে ৪৫ হাজারের ঘরে। আর এই সময়টা যে সোনায় বিনিয়োগকারিদের জন্য সত্যিই সোনার সময়, তা আর বলার অপেক্ষা রাখে না।
ব্যুরো রিপোর্ট