Trending
বর্তমানে নেই তাঁর আসন। কিন্তু ভাষণে এখনও তিনি সবার নজর কাড়েন। একের পর এক বিতর্কিত মন্তব্য করে যিনি সবসময় থেকেছেন খবরের শিরোনামে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি তাঁর বার্তা ফেসবুক, টুইটারের মত একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সব দেশেরই উচিৎ ফেসবুক এবং টুইটার পরিষেবা বন্ধ করে দেওয়া। একইসঙ্গে নাইজেরিয়ায় টুইটার বন্ধের সিদ্ধান্তকে বাহবাও দিয়েছেন ট্রাম্প।
নাইজেরিয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে টুইটার। সে দেশের তথ্য মন্ত্রী জানিয়েছেন, কর্পোরেট অস্তিত্বকে খর্ব করতে পারে টুইটার। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বক্তব্য রাখার দু’এক দিন আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির টুইটার অ্যাকাউন্ট থেকে সংস্থা তাঁর একটি টুইট মুছে দেয়।
ট্রাম্পের বক্তব্য ফেসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হলে এই প্রতিযোগিতার বাজারে নামবে অন্যান্যরা। ফলে ফেসবুক এবং টুইটারের একচেটিয়া ব্যবহারও বন্ধ হবে। কিন্তু তিনি নিজে যখন আমেরিকার সিংহাসনে বসেছিলেন, তখন এই সিদ্ধান্ত না নেবার কারণ হিসেবে জানিয়েছেন, সেই সময় মার্ক জুকারবার্গের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। এই দুই সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরোধ তৈরি হয় কারণ টুইটার ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে ফেসবুকে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে দু’বছরের জন্য।
ব্যুরো রিপোর্ট