Daily
দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণে অবস্থিত ছোট্ট এই দেশটির ভাঁড়ার এখন প্রায় শূন্য। বৈদেশিক মুদ্রা রিজার্ভের চরম ঘাটতি কাজ করেছে এই দেশে। এর পিছনে যেমন রয়েছে শ্রীলঙ্কা সরকারের চরম ব্যর্থতা, তেমনই বিশ্ব জুড়ে আর্থিক বৃদ্ধিতে ভাটা, বৈদেশিক ঋণে চড়া হারে সুদ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য এবং জ্বালানি সংকট। সবমিলিয়ে আজ পথে বসার জোগাড় হয়েছে এই দেশটির। কিন্তু আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কার এই পতন শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র। কারণ শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের আরও ৬৯ টি দেশের অবস্থা হতে চলেছে এমন। যা আসলে ডমিনো এফেক্ট। কী এই ডমিনো এফেক্ট- একটু বুঝিয়ে বলা যাক।
অনেকগুলো তাসকে দাঁড় করিয়ে যদি একটা টোকা দেওয়া হয়, তাহলে প্রতিটি তাসই পরপর পড়ে যেতে থাকে। চেন সিস্টেমে এই পতনকে বলে ডমিনো এফেক্ট। আর এই Domino Effect এর শিকার হবে শ্রীলঙ্কা ছাড়া আরও পৃথিবীর ৬৯টি দেশ। যার মধ্যে ২৫টি দেশ রয়েছে আফ্রিকায়, ২৫টি দেশ রয়েছে এশিয়ায় এবং ১৯টি দেশ রয়েছে লাতিন আমেরিকায়। এখানেই জানিয়ে রাখি, বিশ্বব্যাঙ্ক কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর দু’হপ্তা আগেই সতর্ক করেছিল যে উন্নয়নশীল দেশগুলো বড়সড় সীমাহীন ঋণ সংকটে ভুগছে। বিশ্বব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ১১ বিলিয়ন ডলারের বেশি ঋণের সুদ ফেরত দিতে অক্ষম বেশ কয়েকটি মধ্য এবং নিম্ন আয়ের দেশ। ফলে ক্রমশই বাড়ছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। যা অর্থনৈতিক সংকট তৈরি করার জন্য যথেষ্ট। আগে ছিল অতিমারি। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার জেরে গোটা বিশ্ব জুড়ে ব্যহত হয়েছে সাপ্লাই চেন। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বের ১০৭টি দেশে। খাদ্য বা এনার্জির চড়া দাম অথবা চরম ইকোনমিক ক্রাইসিস। এই তিনটি সমস্যার যেকোন একটির মুখোমুখি হবে এই দেশগুলি। আর ৬৯টি দেশকে মোকাবিলা করতে হবে এই তিনটি সংকট। তার মধ্যে যেমন রয়েছে মিশর, টিউনিশিয়া তেমনই রয়েছে লেবানন, আর্জেন্টিনা, ঘানা, দক্ষিণ আফ্রিকার মত দেশগুলি। এদের অধিকাংশ দেশের বিদেশি ঋণ ছারিয়ে গিয়েছে জিডিপির মাত্রা। এমনকি খাদ্য সংকটের শিকার হতে পারে দেশগুলিতে। বাদ নেই আমাদের ভারত। তবে হ্যাঁ। ভারতের মত সুবিশাল দেশের এই অবস্থা এখনই হবে না। তবে বলা হচ্ছে, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ বা উত্তরপ্রদেশের মত রাজ্যগুলির অবস্থাও বেশ শোচনীয়। সবমিলিয়ে বলাই যায়, গোটা বিশ্ব জুড়েই তৈরি হয়েছে চরম অস্থিরতা। শুরু শ্রীলঙ্কা দিয়ে হলেও একের পর এক দেশের অর্থনীতিতে ধস নামা এখন শুধু সময়ের অপেক্ষা। আর এটাই হচ্ছে ডমিনো এফেক্ট।