Daily

অর্থসংকটের জেরে তালিবানদের মধ্যে বাড়ছে গৃহবিবাদ। ১৫ই অগাস্ট আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের জেরে একেবারে বন্ধ হয়ে যায় বিদেশি বিনিয়োগ। দারিদ্রসীমার খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আফগানিস্তান। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে যদি বিদেশি বিনিয়োগ না চালু হয় তবে আগামী বছরের মধ্যেই ৯৭% আফগান দারিদ্রসীমার নিচে চলে যাবে। আর এদিকে তালিবানদের মধ্যেই বেঁধেছে গৃহযুদ্ধ।
আনুষ্ঠানিকভাবে এখনও তালিবান সরকার গঠন করেনি। ইতিমধ্যেই চরম খাদ্য সংকট দেখা দিয়েছে দেশটিতে। একদিকে অর্থনৈতিক সংকট চোখ রাঙাচ্ছে তালিবানকে, আর অন্যদিকে ক্ষমতা নিয়ে গৃহবিবাদে জড়িয়ে পড়েছে। সবকিছু মিলে এখন হিমশিম অবস্থা তালিবানের। মজুত থাকা খাদ্য যে এই মাসের শেষের দিকেই শেষ হয়ে যাবে, রয়েছে তার অশনি সংকেত। শিশু থেকে প্রবীণ, ১ কোটিরও বেশি মানুষ দিন কাটাচ্ছে অনাহারে।
তালিবানের সূত্র বলছে, বিবাদের অন্যতম কারণ, সরকারের কাঠামো নিয়ে বারাদার সন্তুষ্ট নন। তালিবানের ‘জয়ে’কার ভূমিকা বেশি সেটা নিয়ে তৈরি হয়েছে দোটানা। তবে এখন গৃহযুদ্ধের মুখে পরে ভুক্তভুগি হচ্ছেন এই অসহায় আফগানিরা। তবে, আফগানিস্তানে জরুরি সাহায্য হিসেবে তালিবানকে ১২০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়ছে বিশ্ব সম্প্রদায়। ইতিমধ্যেই পাকিস্তান, কাতার ও উজবেকিস্তান সাহায্য পাঠিয়েছে, আফগানিস্তানে। এখন খরা ও গৃহযুদ্ধ কাটিয়ে কবে ঘুরে দাঁড়ায় তালিবান শাসিত আফগান অর্থনীতি, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট