Market

ঋণখেলাপির জেরে বিপাকে পড়তে হয়েছিল ব্যাঙ্কগুলিকে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বিজয় মালিয়া, নীরব মোদীদের মতো ঋণখেলাপিদের কাছ থেকে ১৩,১০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
পলাতক শিল্পপতিদের সম্পত্তি বিক্রি করে ১৩,১০০ কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্ক। চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী এই তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসির মতো ঋণখেলাপিদের সম্পত্তি বিক্রি করে এই টাকা উদ্ধার হয়েছে। লোকসভায় এই তথ্য দিয়েছেন তিনি।
এদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইডি-র তথ্য উল্লেখ করে জানিয়েছেন, ২০২১ সালের জুলাই পর্যন্ত বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির সম্পদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত মাল্যসহ এবং অন্য ঋণখেলাপীদের সম্পত্তি বিক্রি থেকে ৭৯২ কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্ক।