Prime
Daily
এক লাফে ১২% ভাড়া বাড়লো ডোমেস্টিক ফ্লাইটের
By sanchitabpn21 | August 14, 2021
Daily
এক লাফে ১২% ভাড়া বাড়লো ডোমেস্টিক ফ্লাইটের। আগেই ভাড়া বৃদ্ধির কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আজ থেকে কার্যকর হল সেই বিজ্ঞপ্তি।
এখন থেকে দিল্লি থেকে মুম্বাই যেতে ন্যূনতম বিমান ভাড়া ৪৭০০ থেকে বেড়ে দাঁড়ালো ৫২৮৭ টাকা। অন্যদিকে এই রুটের সর্বোচ্চ ভাড়া ১৩ হাজার থেকে বেড়ে হবে ১৪ হাজার ৬২৫ টাকা। জ্বালানির বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এদিকে করোনা অতিমারীর জেরে ১০০% যাত্রী নিয়ে উড়তে পারছে না বিমানগুলো। মুখ থুবড়ে পড়েছে আয়। পরিস্থিতি বিবেচনা করেই
বিমান পরিষেবায় এই নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট