Daily

বাংলাদেশে টাকার বিপরীতে ক্রমেই ঊর্ধ্বমুখী ডলারের দাম। আর ঠিক এই কারণেই কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। গত তিন মাস ধরে রীতিমত কমেছে রেমিট্যান্স আসা। কমেছে রপ্তানি আয়। আর এদিকে লক্ষণীয়ভাবে বেড়েছে আমদানি ব্যয়। কাজেই পাল্লা দিয়ে বেড়েছে ডলারের চাহিদা, বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম।
ডলারের দাম বাড়ায় হাসি ফুটেছে প্রবাসী আয়ের সুবিধাভোগী ও রপ্তানিকারক কোম্পানিগুলির মুখে। কিন্তু হাসি কেড়েছে আমদানিকৃত কোম্পানিগুলোর মুখ থেকে। একদিকে কমেছে প্রবাসী আয় আর বেড়েছে আমদানি খরচ। পাশাপাশি ভারত সহ বিদেশে যাতায়াতের প্রবনতাও বেড়েছে বাংলাদেশবাসির মধ্যে। চাপ্বের মুখে পড়ে ডলার বিক্রি করতে শুরু করেছে দেশটি। আর ঠিক এই কারণেই ডলারের চাহিদা বেড়েছে বলে মনে করছেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
যদিও ডলারের দামের এই ঊর্ধ্বমুখী প্রবাহ খুব সাময়িক বলেই মনে করছেন ব্যাংকাররা। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এই পরিস্থিতি। যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়ালে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়বে। আর তাছাড়াও করোনা আবহের মধ্যেও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে এসব সূচক, বলে মনে করছেন ব্যাংকারদের একাংশ।
ব্যুরো রিপোর্ট