Market

যত দিন যাচ্ছে বাংলাদেশের খোলাবাজারে ডলার সংকট ততই চওড়া হচ্ছে। ডলারের নিরিখে পড়ছে টাকার দাম। প্রতিদিন এভাবে সংকট বাড়তে থাকায় বেশ চাপে বাংলাদেশের ব্যাঙ্কগুলি। জানা গিয়েছে, সম্প্রতি এক দিনে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু কেন এই সংকট কার্যত বেকায়দায় ফেলে দিচ্ছে বাংলাদেশকে?
এই বিষয়ে প্রথমেই উঠে আসছে আমদানি-রফতানির বাণিজ্য। একদিকে কমেছে রফতানি। অন্যদিকে আমদানির টাকা পরিশোধ করতে হচ্ছে। ফলে চাপ পড়ছে রিজার্ভের উপর। আর যে-কারণে কমে যাচ্ছে টাকার মান। এছাড়া আর্থিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এর পেছনে বাংলাদেশ ব্যাঙ্কের একটা সিদ্ধান্ত কাজ করছে। বাজারের ওপর ডলারের দামকে ছেড়ে না দিয়ে বাংলাদেশ ব্যাঙ্ক ডলারের দাম বেঁধে দিচ্ছে। যে-কারণে বাজারে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ডলারকে। ডলার সংকট আটকানোর জন্য বাংলাদেশ ব্যাঙ্ক রিজার্ভ থেকে বিক্রি করে ১২ কোটি ২০ লক্ষ ডলার। ফলে বর্তমানে রিজার্ভ কমে গিয়েছে ৩ হাজার ৯৫৯ কোটি ডলারে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ