Daily

করোনা সংক্রমণের নয়া উৎস কি তবে কুকুর? মালয়েশিয়ায় করোনা ভাইরাস এই প্রশ্নটাই তুলে দিল সর্বসমক্ষে। জানা গিয়েছে, মালয়েশিয়ায় হদিশ মিলেছে এমনই এক নতুন প্রজাতির করোনা ভাইরাসের যা সংক্রমণ হচ্ছে কুকুর থেকে।
দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদনে জানান হয়েছে, ২০১৮ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয় মালয়েশিয়ার একটি শিশু। যাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। সেই শিশুর শরীরেই প্রথম করোনা ভাইরাসের দেখা পাওয়া যায়। যা একেবারে নয়া প্রজাতির। গবেষকদের একাংশের ধারণা, এই ভাইরাস ছড়িয়েছে কুকুর থেকে!
গত বৃহস্পতিবার ক্লিনিকাল ইনফেকশাস ডিজিসেস নামে একটি রিসার্চ পেপার প্রকাশিত হয়। যেখানে জানান হয়, মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা সংগ্রহ করে দেখা গেছে তাঁদের অসুস্থতার লক্ষণ খানিকটা নিউমোনিয়ায় আক্রান্তের মত। ৩০১টি নমুনার মধ্যে আটটির ক্ষেত্রে রোগীর শরীরে ভাইরাসের সংক্রমণ হয়েছে কুকুর থেকে যা স্বাভাবিকভাবেই উদ্বেগে রাখছে চিকিৎসকদের। যদিও পুরোপুরি সিদ্ধান্তে আসার জন্য এখনও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।
ব্যুরো রিপোর্ট