Academy

জন্মলগ্ন থেকেই কি ম্যাগনেটিক ফিল্ডহীন চাঁদ? নাকি চাঁদেরও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে? প্রশ্নের উত্তরে কি বলছেন বিজ্ঞানীরা? চাঁদের ম্যাগনেটিক ফিল্ড ছিল, বা আছে নাকি নেই, সেই তথ্য সংগ্রহ করতে দীর্ঘদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা করছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর সেই পরীক্ষা নিরীক্ষার সুফল মিলেছে অবশেষে। চাঁদ নিয়ে গবেষণায় নতুন তথ্য পেলো বিজ্ঞানমহল।
চাঁদের মাটি পরীক্ষা করে দেখা গিয়েছে, চাঁদ একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডেই তৈরি হয়েছিল প্রথম দিকে। সবসময় না হলেও প্রথমের দিকে মজবুত ম্যাগনেটিক ফিল্ড অধিকারী ছিল উপগ্রহ চাঁদ। ১৯৬৮ থেকে ১৯৭২ সাল। দীর্ঘ ৪ বছর বিজ্ঞানীদের অক্লান্ত প্রয়াস জানিয়েছে চাঁদে থাকা ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব। চাঁদে পাঠানো অ্যাপোলো অভিযানের দ্বারা পরীক্ষানিরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে চাঁদে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।
আসলে,আন্তরিক সংবহন প্রক্রিয়ার মাধ্যেমে চাঁদে তৈরি হয়েছে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। তবে এই প্রক্রিয়া অনবরত হওয়ার বদলে এখন বিভিন্ন জায়গায় আটকে আটকে রয়েছে চাঁদের ম্যাগনেটিক ফিল্ড।
ব্যুরো রিপোর্ট