Academy

মঙ্গলে নড়ছে পাথরখন্ড। এমনই দৃশ্য দেখে রীতিমত তাজ্জব বিজ্ঞানীরা। তবে কি মঙ্গলে উপনিবেশ গড়ার সম্ভাবনা সত্যিই স্পষ্ট হচ্ছে? সত্যিই কি প্রাণের অস্তিত্ব আছে মঙ্গলে? মঙ্গলের রহস্য উন্মোচন তো হবেই। তবে তার আগে, আপাতত এই দৃশ্য দেখে স্তম্ভিত গোটা বিশ্বের বিজ্ঞানমহল।
আহমেদাবাদের ‘দ্য ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’র বিজ্ঞানীদের কারও কারও দাবি, পৃথিবী থেকে প্রেরিত রোভার বা অন্যান্য যন্ত্রের চলাচলের কারণে হয়তো প্রস্তর খন্ড নড়াচড়া করছে মঙ্গলে। তবে সেখানকার বেশিরভাগ বিজ্ঞানীদের বক্তব্য, এর পেছনে রয়েছে প্রাকৃতিক শক্তি। তবে সম্প্রতি মঙ্গলে ভূমিকম্পও হয়েছে। আর সেই কারণেও বোল্ডার নড়াচড়া করছে বলে অভিমত অনেকের।
সম্প্রতি লাল গ্রহের ‘সারবিরাস ফসা’ প্রদেশের রেগোলিথে ভারী বস্তু বা বোল্ডার সরে যাওয়ার দাগও পেয়েছেন গবেষকরা। প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ৪,৫০০ এরকম ট্র্যাক ধরা পড়েছে সেখানে। হয়তো সম্প্রতি গ্রহটি প্রাণ ফিরে পেয়েছিল বলে বলে করছেন বিজ্ঞানীদের একাংশ।
ব্যুরো রিপোর্ট