Trending

ভারতে খুব শীঘ্রই চালু হতে চলেছে ৫ জি পরিষেবা। জিও, এয়ারটেল এবং ভি আই এর মতো কয়েকটি টেলিকম অপারেটর খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের ৫ জি সার্ভিস। কয়েকটি রিপোর্ট দিয়ে জানা যাচ্ছে, এই মাসেই ৫ জি পরিষেবা চালু করতে চলেছে জিও এবং এয়ারটেল । বর্তমানে ভারতের প্রায় অধিকাংশ ইউজারের কাছেই রয়েছে ৪জি সার্ভিস যুক্ত ফোন। এখন প্রশ্ন হচ্ছে সেসকল ফোনে কি সাপোর্ট করবে ৫ জি?
চলুন দেখে নেওয়া যাক এক নজরে , কি করে বুঝবেন ফোনে ৫ জি পরিষেবা সাপোর্ট করবে কি না। প্রথমে নিজের ফোনের সেটিং অপশন খুলতে হবে। এরপর ওয়াইফাই অ্যান্ড নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর সিম অ্যান্ড নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করলেই দেখা যাবে সেই ফোনে কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে। সেখানেই দেখা যাবে সেই ফোন 4G সাপোর্ট যুক্ত না 5G সাপোট যুক্ত। ফোনটি যদি ৫ জি যুক্ত হয় তাহলে সেখানে দেখতে পাবেন 2G, 3G, 4G এবং 5G। এবং সেখানে যদি এমনটা না থাকে তাহলে ৫ জি পরিষেবা গ্রহণের জন্য গ্রাহককে নতুন ৫ জি পরিষেবা যুক্ত ফোন কিনতে হবে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ