Trending

কোভিডের বুস্টার ডোজ এখনও বাজারে আসেনি। এলেও কীভাবে তা বন্টন করা হবে তা অনিশ্চিত। কিন্তু বুস্টার ডোজ দেশে এলে চিকিৎসা কর্মীরা যাতে আগে পান, সেই দাবি জানাল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে লেখা দু’পাতার চিঠিতে আর্জি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কোভিডের বুস্টার ডোজ আসছে গোটা বিশ্বে। সেই বুস্টার ডোজের ব্যাপারে অতিসক্রিয়তা কেন্দ্র এখন দেখায়নি আর্থিক কারণে। কারণ গোটা দেশে বিনা পয়সায় কোভিডের টীকা দিতে গিয়ে নাজেহাল অবস্থা ভারতীয় অর্থনীতির। ফলে নতুন করে বুস্টার ডোজ এখন ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের সম্মতি পায়নি। গোটা প্রক্রিয়াটি এখনও ওয়ার্ল্ড হেল্থের গবেষণাগারে। এ অবস্থায় আগাম চিঠি লেখা অর্থহীন।
কেন এই চিঠি লেখা? ফোরামের পক্ষ থেকে চিঠিতে লেখা হয়েছে, আগে থেকে নীতি নির্ধারণের সুবিধের জন্য আগাম চিঠি।আমাদের চিকিৎসা কর্মীরা সকলেই দুটো ডোজের টীকা পেয়েছে।কিন্তু জানি না, তা কার্যকর কতদিন! তাই বুস্টার ডোজ এলে চিকিৎসক কর্মীদের কথা যেন ভাবা হয় আলাদাভাবে।’ যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বিযয়ে কিছুই জানানো হয়নি।
ব্যুরো রিপোর্ট