Daily
কৃষি উন্নয়নের স্বার্থে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। এবার কৃষকদের স্বার্থে বাংলা কৃষি সিঁচাই প্রকল্পের অধীনে অনুদান হিসেবে জল সেচ সরঞ্জাম তুলে দেওয়া হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শতাধিক কৃষকের হাতে। কোভিড বিধি মেনে কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তর থেকে ২০২০-২১ অর্থবর্ষে ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০০ কৃষকদের জন্য এই জল সেচ সরঞ্জামের অনুদান মঞ্জুর হয়েছে। এই পর্যন্ত কালিয়াগঞ্জের ১১৫ জন কৃষকদের হাতে এই জল সেচ সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। ভিড় এড়াতে ধাপে ধাপে এই সেচ সরঞ্জাম উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। বাংলা কৃষি সিঁচাই প্রকল্পে সরকারি অনুদান হিসেবে ৩৬০ ফুট পাইপ ও স্প্রিং লার্সেট দেওয়া হচ্ছে কৃষকদের। সেচ সরঞ্জামের পুরো দাম না দিয়ে শুধুমাত্র জিএসটি মেটাতে হয় কৃষকদের।
চা বাগানে জল সেচ দিতে যে পদ্ধতি ব্যবহার করা হয়, কৃষি সিঁচাই প্রকল্পে সেই ধরনের সেচ সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে কম পরিমাণ জল ব্যবহার করে সরিষা ও বিভিন্ন ধরনের সবজি চাষ সম্ভব। কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের সহ অধিকর্তা গোপালচন্দ্র ঘোষ জানান, রাজ্য ও কেন্দ্র সরকারের আর্থিক অনুদানে এই কৃষি সিঁচাই প্রকল্পে সরঞ্জাম দেওয়া হচ্ছে।
তবে প্রথাগত কৃষি সেচ পদ্ধতিতে যে ভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার হচ্ছে, তাতে ভবিষ্যৎতে কিন্তু জল সংকটের সম্ভাবনাও বাড়ছে।
অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুর,