Trending

জলই জীবন। সেকথা তো বইয়ের পাতায় পাতায় লেখা। কিন্তু এই জলের উৎসটা কোথায়? জানেন কি? জলের উৎস খুঁজতেই জারি ছিল গবেষণা। আর এবার বিজ্ঞানীদের হাত ধরে আরও এক তথ্য এলো বিশ্বের সামনে।
জলের উৎস সন্ধানের সূত্রেই জাপানে একটি প্রাচীন গ্রহাণু খতিয়ে দেখেছন বিজ্ঞানীরা। আর তাদের গবেষণা বলছে পৃথিবীতে জল এসেছে বহির্জগতের ধূলিকণা থেকে। তাই পৃথিবীর জন্ম মুহূর্ত থেকেই তাদের অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। আসলে সৌর ঝড়ের পর যেসব চার্জড পার্টিকেল তৈরি হয় তার রাসায়নিক গঠনের পরিবর্তন হয়েই তৈরি হয় জল। অর্থাৎ এক কথায় বলতে গেলে, পৃথিবীতে জলের উৎস আসলে সূর্যই।
বিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন যে, সৌর ঝড়ের ফলেই পৃথিবীতে জলের সৃষ্টি হয়েছে। আর তার যথাযথ প্রমাণও পেয়েছেন তারা। যে কারণে পৃথিবীর মহাসমুদ্রে থাকা জল তৈরি করা বেশ কঠিন কাজ। তবে তারা এটাও বিশ্বাস করেন যে কিছুটা পরিমাণ জল উল্কার মাধ্যমেও সৃষ্টি হয়েছে।
ব্যুরো রিপোর্ট