Daily

রহস্য বিন্দু। আরও পরিচিতভাবে বলতে গেলে যার ওপর নাম বারমুডা ট্রায়াঙ্গল। সেই কবে থেকে এই রহস্য ত্রিভুজ নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। তবে আটলান্টিক মহাসাগরে এই তিনটি বিন্দু নিয়ে তৈরি হওয়া বারমুডা ট্রায়াঙ্গলই একমাত্র রহস্য ত্রিভুজ হয়। চিনের কাছেও রয়েছে আরও এক রহস্য ত্রিভুজ। এবং জানলে হয়তো অবাক হবেন যে, আমাদের এই দেশেও রয়েছে এমনই এক রহস্য ত্রিভুজ যার একটি বিন্দু ছুঁয়ে গিয়েছে বাংলাকে।
বাংলা-বিহার-উড়িষ্যা। সেই কোন আমল থেকে এক সূত্রে বাঁধা। এই রহস্য ত্রিভুজও যেনো এই তিন রাজ্যকে এক সুতোয় বেঁধেছে। তবে ঠিক বিহার নয়, ডেভিলস ট্রায়াঙ্গল এর একটা বিন্দু রয়েছে ঝাড়খন্ডে চাকুলিয়ায়, অপরটি ওড়িশার ময়ূর্ভঞ্জ জেলার আমারদা রোড বিমানঘাঁটিতে আর তৃতীয়টি রয়েছে এই বাংলায়, খোদ বাঁকুড়া জেলাতেই। গত ৭৪ বছরের রেকর্ড বলছে, গত ৭৪ বছরে ১৬ খানা বিমান দুর্ঘটনা ঘটেছে এইদেশের এই মরণ ত্রিভুজে। যার বেশিরভাগটাই যুদ্ধবিমান দুর্ঘটনার মত খবর জানা যাচ্ছে সূত্র মারফত। অথচ, কি অদ্ভুত ব্যাপার! এই নিয়ে এতদিন কেউ কোনো মুখ খোলেনি। সকলে কুলুপ এঁটে বসেছিলেন? একটা তদন্ত পর্যন্ত হয়নি!
কখনও কখনও বিমানগুলির ধ্বংসাবশেষ মিললেও আদৌ খুঁজেই পাওয়া যায়নি এমন ঘটনাও ঘটেছে। সর্বশেষ যে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে সেটা ঘটেছে ২০১৮ সালে। অথচ দুর্ঘটনাগ্রস্থ বিমানগুলোর কোনো যান্ত্রিক গোলযোগও ছিলনা। তাহলে ঠিক হলো? কেনো ঘটলো এমন পরিণতি? এই অমোঘ প্রশ্নেই রহস্য ভেদ হয়নি আজও।
ব্যুরো রিপোর্ট