Daily

করোনার জেরে বঙ্গে চলছে লকডাউন। যেই যেই অঞ্চলে ভয়াবহতা বেশি সেখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে কন্টেনমেন্ট জোন বলে। সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার বেশ কিছু অঞ্চলসহ বারাসাতের ২৪ নং ওয়ার্ড কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে।
এই সমস্ত কন্টেনমেন্ট এলাকায় সিভিক পুলিশ মোতায়েন করে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। এবার দূর থেকে নয়। সরাসরি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করলেন জেলা শাসক সুমিত গুপ্ত, এসডিপিও সত্যব্রত চৌধুরী, এএসপি বিশ্ব চাঁদ ঠাকুর সহ বারাসাতে থানার আইসি। জোরকদমে এলাকা পরিদর্শনে নেমে ঘুরলেন বারাসাতের কন্টেন্টমেন্ট এলাকা, জানলেন কে কেমন আছে।
একই পরিবারে চারজন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে যান তিনজন। কিন্তু এখনো একজন অসুস্থ। এদিন এলাকা পরিদর্শনে বেরিয়ে সকলকে সাবধানে থাকার বার্তা দেন জেলা শাসক সুমিত গুপ্ত।
বিক্রম লাহা, উত্তর ২৪ পরগনা