Trending
আশুতোষ কলেজ থেকে শুরু তাঁর রাজনৈতিক কেরিয়ারের উত্থান। বামপন্থী পরিবারের সন্তান তিনি। দাদু পদ্মনিধি ধর ডোমজুড়ের তিনবারের বিধায়ক। পড়াশোনার সূত্র ধরে তিনি কলকাতা থেকে সটান পাড়ি দিয়েছেন দিল্লিতে। বর্তমানে জেএনইউ-এ পিএইচডি করছেন তিনি। একইসঙ্গে তিনি আবার শ্রীরামপুরের বিধায়ক। বামেদের তরুণ প্রজন্ম দিপ্সিতাকে নিয়ে আশায় বুক বাঁধছেন হাজার হাজার বাম প্রার্থী। সেই প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?
দিপ্সিতা যে হলফনামা জমা দিয়েছেন, সেই অনুযায়ী তাঁর আয় বলতে বিশেষ কিছুই নেই। হাতে রয়েছে নগদ ২০ হাজার টাকা। তিনটি সেভিংস অ্যাকাউন্টে তাঁর বেশ কিছু টাকা রয়েছে। তার মধ্যে একটা অ্যাকাউন্টে রয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টাকা আর অন্য অ্যাকাউন্টে রয়েছে ১৮ হাজার ১৭৯ টাকা। বর্তমানে দিপ্সিতার ইলেকশন অ্যাকাউন্টে রয়েছে ৩০ হাজার টাকা। জানা গিয়েছে যে, এই মুহূর্তে দিপ্সিতার মিউচুয়াল ফান্ড বা বিমায় কোনরকম বিনিয়োগ তাঁর নেই। দিপ্সিতার নেই কোন গাড়ি, কোন ভ্যালুয়েবল গয়না। শুধুমাত্র অস্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে প্রায় ৪ লাখ ৯৯ হাজার ৮৯ টাকা। আর যদি স্থাবর সম্পত্তিকে দেখতে হয়, তাহলে বলতে হবে, সেখানে দিপ্সিতার খাতা একেবারে সাদা। মানে দিপ্সিতার না আছে কোন গাড়ি, বাড়ি জমি বা অন্য কোন সম্পত্তি।
তথাকথিত কোটি টাকা সম্পদের প্রার্থী তিনি নন। তবুও বাম সমর্থিত বহু মানুষের তিনি নতুন দিশা। তিনি দিপ্সিতা। এবারে তিনি লড়ছেন একেবারে শ্রীরামপুর থেকেই। প্রতিপক্ষ হিসাবে রয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির কবির শঙ্কর। সেদিক থেকে দেখতে গেলে দিপ্সিতার থেকে সম্পত্তির নিরিখে অনেকটা এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ