Daily

পৌরসভা নির্বাচনের দাবিতে বিস্ফোরক দিলীপ ঘোষ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দের বছর কেটে গেলেও নির্বাচন হয়নি পৌরসভাগুলির। এবিষয়ে তৃণমূল সরকারের উদাসীনতা নিয়ে কটাক্ষ করেন তিনি।
শনিবার সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ এই বছর বিধানসভা নির্বাচনে আমরা বহরমপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে খুবই ভালো ফল করেছি। আমরা যেমন আশা করেছিলাম ফল তেমনটাই হয়েছে। তাই আমরা আশাবাদী বহরমপুর এবং মুর্শিদাবাদে পৌর নির্বাচন হলে আমরাই বোর্ড গঠন করবো।’ পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বিজেপির যুব কার্যকর্তারা জোরকদমে কাজে নেমে পড়েছেন। পাশাপাশি মমতার সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, শাসকদল এই মুহূর্তে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তাই প্রায় শতাধিক পৌরসভার মেয়াদ ১-২ বছর আগে শেষ হয়ে গেলেও নির্বাচন করানো হয় নি।
করোনা অতিমারির কারণে রাজ্য সরকার নির্বাচন করতে পারছে না বলে জানা গিয়েছে। “তৃণমূল সরকার পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করতে চাইছে” দাবি করেন দিলিপবাবু। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা। কিন্তু নির্বাচন না হওয়ায় তাদের দুঃখের কথা শোনার লোক নেই বলে দাবি করেন বিস্ফোরক দিলীপ।
ব্যুরো রিপোর্ট——–