Trending

ভারত যে ক্রমশ ডিজিটাল নির্ভর পেমেন্টের উপরেই আস্থা রাখছে তার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক এক সমীক্ষায়। যেখানে দেখা যাচ্ছে উৎসবের মরশুমে মানুষ নগদে বেচাকেনার চেয়ে বেছে নিয়েছেন অনলাইন পেমেন্টকেই। যার মধ্যে অনেকেই প্রাপ্তবয়স্ক।
দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুতে বেশ কয়েকজনের উপর এই সমীক্ষা করা হয়। সেখান থেকেই উঠে এসেছে এমন অবাক করা তথ্য। যেখানে বলা হয়েছে, ৪১% মানুষ অনলাইন পেমেন্টকেই বেচাকেনার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে ২৩% মানুষের পছন্দের তালিকায় রয়েছে ক্রেডিট বা ডেবিট কার্ড। সমীক্ষাটি করা হয় গত মাসে।
অক্টোবর মানেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় উৎসবের মরশুম। এই মরশুমে বিক্রিবাটা পৌঁছে যায় তুঙ্গে। সব ধরণের সামগ্রী বিক্রিতে মসৃণ হয় দেশের অর্থনৈতিক অবস্থা। প্রাথমিক পর্যায়ে মনে করা হত, অনলাইন মাধ্যমকে পেমেন্ট হিসেবে ব্যবহার করতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেন দেশের তরুণ তরুণীরা। কিন্তু দেখা গেল, প্রাপ্তবয়স্করাও অনলাইন পেমেন্ট সিস্টেম থেকে একেবারেই পিছিয়ে পড়েননি। বরং তাঁরাও যথেষ্ট আত্মবিশ্বাসী অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে।
ব্যুরো রিপোর্ট